CATEGORIES
Categories
ইতিহাসের সরণি বেয়ে চিতেরগড় দুর্গে
সুপ্রীতি সেন গড় তাে চিত্তেরগড় ঔর সব গরুয়া রানি তাে রানি পদ্মিনী ঔর সব গধৈয়া
অমৃতসম পেঁপের গুণাগুণ
কাচায় সজ্জি বা পাকায় ফুল—যেভাবেই খান না কেন অসামান্য গুণাগুণে ভরপুর। একসময় গাঁয়ে গঞ্জে প্রায় সব বাড়িতেই নিতান্ত অনাদর অবহেলাতেওঁ বেড়ে উঠত বারােমেসে এই পেঁপে গাছ।
‘টেনিস সেনসেশন' সমীর বন্দ্যোপাধ্যায়
‘ব্যানার্জি-চ্যাটার্জি বাড়ির ছেলেরা আবার টেনিস খেলে কি? অত ধকল কি নিতে পারবে? একসময় জয়দীপ মুখার্জি মাতিয়েছিলেন আন্তর্জাতিক টেনিস সার্কিট। তার আগে বা পরে নিখাদ বাঙালি টেনিস প্লেয়ার আর কোথায়? অনেকটা ঠিক জালে পড়া চুনাে মাছের মধ্যে একপিস কই লাফানাের মতাে। জানি না, সমীর ছেলেটা কতদূর যাবে। তবে জুনিয়র উইম্বলডন জেতা চাট্টিখানি কথা নয়...।' সম্প্রতি এক সকালে উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে কয়েকজন বয়স্কের আডডার নির্যাস এরকমই।
শেষ ল্যাপে ইউরােকে টেক্কা কোপার
দীর্ঘদিন বাদে বিশ্ব ফুটবলে সেরা দুই মহাদেশীয় টুর্নামেন্ট একই সঙ্গে আয়ােজিত হল। ভিন্ন ফরম্যাট, ভিন্ন ঘরানার খেলা হলেও, জনপ্রিয়তার বিচারে কোপার চেয়ে বরাবরই অনেকটা এগিয়ে থেকেছে ইউরাে। ক্লাব ফুটবলের নিরিখে বিচার করলে দেখা যাবে, বিশ্বের সব সেরা ফুটবলাররা ইউরােপিয়ান লিগে খেলেন। মেসি, রােনাল্ডাে, নেইমার, এমবাপে-সহ একাধিক তারকা এখান থেকেই উঠে এসেছেন। সেই তুলনায় দক্ষিণ আমেরিকার ক্লাবগুলি প্রচারের নিরিখে অনেকটাই পিছিয়ে। দুই মহাদেশের ফুটবলে আর্থিক ফারাকটাও আকাশ পাতাল। ইউরােপিয়ান লিগে খেলে বিপুল অর্থ পান ফুটবলাররা। যা লাতিন আমেরিকান ক্লাবগুলিতে পাওয়া যায় না। পাশাপাশি গ্ল্যামার, স্পনসরশিপ, প্রচার— সবদিক থেকেই অনেকটা এগিয়ে ইউরােপিয়ান ক্লাবগুলি। তার প্রভাব সরাসরি পড়ে মহাদেশীয় টুর্নামেন্টেও। এবারের ইউরাে ও কোপার আসরও সেই রসায়নের বাইরে নয়।
হলিউড অভিনেতাদের রান্না করে খাইয়েছিলাম: হুমা
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। বলিউড নায়িকা হুমা কুরেশি। তবে আজ বিটাউনে তিনি নিজের পায়ের তলার জমি বেশ পাকাপােক্ত করে ফেলেছেন। এমনকী হলিউডের ছবিতেও নিজের নাম লিখিয়ে ফেলেছেন। জাক স্নাইডারের ‘আর্মি অফ দ্য ডেড’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি সােনি লিভ-এর ওয়েব সিরিজ ‘মহারানি’-তে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। লালুপ্রসাদ যাদবের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর জীবন অবলম্বনে তৈরি হয়েছে। এই ওয়েব সিরিজটি। সম্প্রতি এক আলাপচারিতায় হুমা কুরেশি জানালেন, তাঁর বলিউড আর হলিউডের ছবি প্রসঙ্গে নানান কথা।
শেষ পংক্তি
পিতা আর প্রতিপালক হওয়া। এক জিনিস নয়। বাবা মানেই তাে এক বিশাল বটবৃক্ষ আশ্রয়, প্রশ্রয়, ভরসা ও ভবিষ্যতের ছায়াতল। কিন্তু সেই পিতাই যখন প্রতিপক্ষ হয়ে ওঠে সন্তানের কাছে? প্রতারিত হয় শাশ্বত সম্পর্ক? সমাজের দিকে এমনই কতকগুলি প্রশ্ন ছুড়ে দেয় ‘ থিয়েটার
লিও মেসির শাপমােচন
কে সেরা? মেসি না রােনাল্ডাে। এই লড়াইয়ে প্রায় সব বিভাগেই পর্তুগিজ মহাতারকাকে পিছনে ফেলেছেন এলএমটেন। অন্তত ক্লাব ফুটবলের নিরিখে। কিন্তু দেশের জার্সিতে তাঁকে বারবার কটুক্তি শুনতে হতাে। নিঃশব্দেই বহু রাতে ফেলেছেন চোখের জল। মনের মধ্যে সব বঞ্চনা, সমালােচনা চেপে রেখে দেশের হয়ে উজাড় করে দেন। নিজেকে। মেজর টুর্নামেন্টের চারটি ফাইনালে ব্যর্থ হওয়ার পর অবশেষে পঞ্চমবারে শাপমােচন, ঘটল আর্জেন্টাইন মহাতারকার। কোপা আমেরিকা জয়ের মধ্যে দিয়ে দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম সাফল্যের স্বাদ পেলেন এলএমটেন। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের ট্রফির খরা কাটাল আর্জেন্তিনা। দেশের জার্সিতে ট্রফি না জেতার যে জ্বালা এতদিন বুকের মধ্যে বয়ে বেড়াচ্ছিলেন। তিনি, অবশেষে তাতে প্রলেপ পড়ল।
দিলরুবার প্রেমে মজল না দর্শকদের মন
শ হর হরিদ্বারের জোয়ালাপুর। সদ্য | বিবাহিতা রানির (তাপসী পান্নু) কাছে এই জায়গা একেবারেই নতুন। স্বামী রিশুর সঙ্গে (বিক্রান্ত ম্যাসি) নতুন সংসার শুরু করেছে সে। শ্বশুরবাড়ি একেবারে নদীর ধারেই। বাড়ির সামনে দিয়ে ছবির মতাে নৃত্যশিলা নদী বয়ে চলেছে। বারান্দায় বসে প্রায় রােজই সেই শােভা উপভােগ করে রানি। আজ অবশ্য সে অন্য কাজে ব্যস্ত। বাড়ির বাইরে একপাল কুকুরকে মাংসের টুকরাে খাওয়াচ্ছে সে। হঠাৎই প্রচণ্ড জোরে বিস্ফোরণ। রানির শ্বশুরবাড়ির একাংশ ধসে পড়েছে। লেগেছে আগুনও | কোনওরকমে মূল ফটক ঠেলে ভিতরে ঢোকে সে। ততক্ষণে রান্নাঘর এবং তার আশপাশের জায়গা আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে। ব্যাপারটা বুঝতে দেরি হয় না তার। সিলিন্ডার ফেটেই এই কাণ্ড ঘটেছে। স্বামীকে খুঁজতে থাকে সে। কিন্তু কোথাও তার দেখা নেই। অবশেষে উঠোনের কোণে দগ্ধ একটি হাত পড়ে থাকতে দেখে সে। তাতে খােদাই করা রানি নামটা তখনও পড়া যাচ্ছিল। এই নামটি বিয়ের কয়েকদিন আগে রিশু নিজের হাতে লিখিয়েছিল। স্বামীর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে সে। এদিকে সকলের অলক্ষ্যে বাড়ির পিছন দিক থেকে নদীতে ঝাঁপ দিয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। ততক্ষণে খবর পেয়ে পুলিস বাড়িতে চলে এসেছে। শুরু হয় তদন্ত। প্রতিবেশীরা, রিশুর বন্ধুরা প্রায় সকলেই রানিকে দোষী প্রমাণ করার চেষ্টা করে। অনেকেই বলে বৈবাহিক সম্পর্ক তাদের মােটেই ভালাে। ছিল না। পরপুরুষের সঙ্গে সম্পর্কও ছিল রানির। উঠে আসে খুনের তত্ত্বও। সবদিক থেকেই ফেঁসে যায় রানি। কিন্তু হাজার জিজ্ঞাসাবাদেও সে দোষ স্বীকার করে না। তাহলে কে তার স্বামীকে খুন করল? নাকি এটা নিছকই দুর্ঘটনা? রানি কি সত্যিই নির্দোষ, না নাটক করছে! বিস্ফোরণের সময়ে বাড়ির পিছন দিক থেকে নদীতে কে ঝাঁপ মারল? জানতে হলে দেখতে হবে ‘হাসিন দিলরুবা'।
দিলীপকুমার বিদায় ট্রাজেডি কিং
অবসান হল একটি যুগের। চলে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপকুমার। ৯৮ বছর বয়সি নায়কের মৃত্যুতে সমগ্র চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শােকের ছায়া। ধর্মেন্দ্র থেকে বর্তমান প্রজন্মের সকলেরই তিনি ছিলেন আদর্শ অভিনেতা। প্রয়াত অভিনেতা সম্পর্কে স্মৃতিচারণ করেছেন বলিউডের বর্তমান ও অতীত তারকারা।
পবিত্র রিস্তা সিজন ২ ।
মানব-অর্চনা জুটি ভারতীয় টেলি দুনিয়ার অন্যতম রােম্যান্টিক আইকন। তাঁদের অন স্ক্রিন কেমিস্ট্রি টিভির সামনে চুম্বকের মতাে আটকে রেখেছিল দর্শকদের। পবিত্র রিস্তা’ মেগায় অভিনয়ের সূত্রেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লােখন্ডে। পরে টেলি দুনিয়া ছেড়ে বড় পর্দায় পা রাখেন সুশান্ত। তখন তাঁর জায়গায় অভিনয় করেছিলেন হিতেন তেজওয়ানি। তিনি মানব’ হলেও দর্শক কিন্তু ‘মানব’ হিসেবে আপন করে নিয়েছিলেন সুশান্তকেই। সম্প্রতি সেই ধারাবাহিকের দ্বিতীয় সিজনের শুটিং শুরু হয়ে গিয়েছে। অর্চনার চরিত্রে রয়েছেন অঙ্কিতাই। তবে এবার সুশান্তের চরিত্রে অভিনয় করছেন ছােট পর্দার জনপ্রিয় অভিনেতা শাহির শেখ। মহাভারত সিরিয়ালে অর্জুনের চরিত্রে অভিনয় করে লাইমলাইটে আসেন শাহির। সােনি-র জনপ্রিয় ধারাবাহিক “কুছ রঙ্গ পেয়ার কে অ্যায়সে ভি’ মেগাতেও অভিনয় করছেন শাহির শেখ।
ঘুম কেড়েছে ড্রোন!
ডেটলাইন ৩ জুলাই। রবিবার ভােররাত। জম্মু বিমানবন্দর। আচমকাই প্রবল শব্দে চারদিক খানখান। শব্দের তীব্রতা এত যে, দু’কিলােমিটার। দূরেও গভীর ঘুমে আচ্ছন্ন লােকজন জেগে উঠেছিলেন। কী হয়েছে? কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল, জঙ্গি হানা। না, সশরীরে আসেনি কোনও জঙ্গি। দু’টি ড্রোন থেকে দুটি বােমা ফেলা হয়েছে। আইইডির সঙ্গে অন্য বিস্ফোরক ঠাসা। একটি পড়েছে এক বাড়ির মাথায়, আরেকটি তার থেকে অল্প দূরে। এয়ার ফোর্সের দু’জন জওয়ান এই বিস্ফোরণে আহত। এই ভাবে হামলা এ দেশে প্রথম। জবাবে সেনাপ্রধান এম এম নরাভনে বলেন, ‘ডু ইট ইয়ােরসেল্ফ। প্রশ্ন হল, কীভাবে জঙ্গিদের নাশকতার অন্যতম হাতিয়ার হয়ে উঠল এই ড্রোন ?
ঠিকানা আমার চেয়েছ বন্ধু...
গতকাল বিকালে একটা টেলিফোন এসেছিল। বামাকন্ঠ জানালেন— আমাকে তাঁরা একটা চিঠি পাঠিয়েছিলেন, সেটা তাঁদের কাছে ফেরত এসেছে। আমাকে অনুরােধ করলেন পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ সহ তাঁদের অফিস থেকে সেটি সংগ্রহ করতে। তাঁকে অনুরােধ করলাম চিঠিতে লিখিত ঠিকানা পড়তে। অসম্পূর্ণ ঠিকানা লেখা হয়েছিল আর সেই কারণেই চিঠি বিলি হয়নি। আমার অনুরােধে তিনি তাঁদের নথিভুক্ত ঠিকানা দেখে স্বীকার করলেন যে প্রেরিত চিঠির ঠিকানা যথাযথ ছিল না। পরে তাঁরা জানিয়েছেন যে ঠিকানা সঠিকভাবে লিখে পুনরায় পাঠাবেন। এটা সাধারণ ঘটনা, হতেই পারে।
টোকিও গেমসে যাদের ঘিরে পদকের প্রত্যাশা
টো কিও ওলিম্পিকসে ভারত এবার চারটি সােনা সহ মােট ১৪টি পদক জিততে পারে। ওলিম্পিক অ্যানালিস্ট সংস্থা গ্রেসনােটের সমীক্ষা থেকে এমনই তথ্য উঠে এসেছে। আর সেটা যদি সত্যি হয়, তাহলে ওলিম্পিকসের আসরে এবার সবচেয়ে ভালাে ফল করতে চলেছে ভারত। এতদিন ‘গ্রেটেস্ট শাে অন আর্থ’-এ ভারতের সেরা পারফরম্যান্স ছিল ২০১২ লন্ডন ওলিম্পিকসে। সেবার দেশে এসেছিল ছ'টি পদক। দুটি রুপাে ও চারটি ব্রোঞ্জ।
কুইজ মাস্টার রণবীর
'দে খা যায়ে তাে ইয়ে খেল, ব্যস নজর কা হ্যায়...যাঁহা তসবিরোঁ মে মিলেগা সওয়াল অর জবাবে মিলেগা করােরও–রণবীর সিংয়ের বলা এই শব্দগুলিই জমিয়ে দেবে শােয়ের মেজাজ। বলিউড তারকা রণবীর সিং এবার টেলিভিশনের পর্দায়। ভিস্যুয়াল-ভিত্তিক কুইজ শাে ‘দ্য বিগ পিকচার’-এর মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করতে ফলেছেন এই অভিনেতা।
গ্রহণ
আ ইপিএস অফিসার অমৃতা সিং (জোয়া হুসেন) | সিস্টেমের উপর বীতশ্রদ্ধ। পুলিসের কাজ ছেড়ে দিতে চায় সে। এদিকে তার বাবা গুরুসেবক (পবন। রাজ মালহােত্রা) চায় তার মেয়ে সংসার করুক। এনআরআই পাত্রও পছন্দ করা আছে। প্রয়ােজন শুধু অমৃতার রাজি হওয়ার। সে রাজি হলেই বিয়ে করে সকলে পাকাপাকি ভাবে কানাডায় গিয়ে থাকবে। প্ল্যান কিছুটা এইরকমই। এরমধ্যেই চুরাশি সালে বােকারাের শিখ দাঙ্গার তদন্তের জন্য সিট গঠিত হয়। তদন্তভার পায় অমৃতা। ধীরে ধীরে সত্য সামনে উঠে আসতে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী কেদার ভগত (সত্যকাম আনন্দ) চাইছে এই মামলায় বিরােধী রাজনৈতিক দলের নেতা সঞ্জয় সিংকে (টিকাম যােশি)
কসবা ক্রমাগতর পােস্টমাস্টার
কসবা ক্রমাগত নাট্য সংস্থার নবতম প্রযােজনা রবীন্দ্রনাথের “পােস্টমাস্টার’ সম্প্রতি মঞ্চস্থ হল রবীন্দ্রসদনে। পরিচালক গৌতম ভট্টাচার্য। সংস্থাটির আগের দুটি প্রযােজনা স্ত্রীর পত্র এবং ‘কাবুলিওয়ালা'-র মতাে পােস্টমাস্টারও এক সম্পর্কের নাটক। চিরন্তন মানবিক ভালােবাসা এবং তার করুণ পরিণতি কুশীলবরা মঞ্চায়িত করেছেন। উত্তীয় জানার আলাে ছায়া , রং বেরং-এর যুগলবন্দি সারা মঞ্চে এক মায়ার জাল বিছিয়ে দেয়। আর সেখানেই দেখা যায় নাটমন্দির, কখনও গ্রাম্যপথ, পাতকুয়া, পােস্ট অফিস, নদীপথ। চিত্রনাট্যের মতাে ছােট ছােট দৃশ্যে এ নাটকের গতিকে সচল রেখেছেন পরিচালক।
করােনার কারণে বাড়ছে হার্টের সমস্যা
• শােনা যাচ্ছে করােনা সংক্রমণ হার্টের পক্ষে মারাত্মক হয়ে উঠছে? • করােনার কারণে হার্টের সমস্যায় পড়ছেন দুই গােষ্ঠীর মানুষ। প্রথম গােষ্ঠীর মানুষ হলেন তাঁরা, যাঁরা আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছেন এবং নিয়মিত কার্ডিওলজিস্টের পরামর্শ মেনে চলছেন। এরপর তাঁদের করােনা হয়েছে এবং সেই কারণে তাঁরা সমস্যায় পড়েছেন। দ্বিতীয় গােষ্ঠীর মানুষের মধ্যে রয়েছেন আপাতভাবে সুস্থ ব্যক্তি। এই গােষ্ঠীর মানুষের হার্টের কোনও সমস্যা আগে থেকে ছিল না। এরপর তিনি করােনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই হার্টের সমস্যা দেখা যাচ্ছে।
তারাপীঠের এক রাত
এই ঘটনা চল্লিশ বছর আগের। সবে মাত্র একটি বিদেশি সওদাগরি অফিসে চাকরি পেয়েছি। একই সঙ্গে আমার একমাত্র ছােটভাই ওকালতি পাশ করে শ্রীরামপুর কোর্টে নিজে একটা সেরেস্তা খুলে বসেছে।
বাতানুকুল জামা
ধরুন প্রচণ্ড গরমে ঘামে জামা ভিজে গিয়েছে। কোথাও একটু ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে নিতে চাইছেন। কিন্তু উপায় নেই। কিন্তু উপায় হতে পারত যদি আপনার জামাটাতেই বাতানুকূল ব্যবস্থা। থাকত! আবার এর বিপরীত হলে অর্থাৎ শীতে শরীরকে গরম। রাখতে পারে তেমন পােশাক! এই দু-ধরনের পরিস্থিতিতেই শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রেখে একটু স্বস্তি পেতে অভিনব এক পােশাক তৈরি করেছেন একদল চীনা গবেষক। পােশাকটি যে ফাইবার বা তন্তু দিয়ে তৈরি হয়েছে তা খুব একটা ভারী নয়। বিশেষ ধরনের এই পােশাকের মধ্যে থাকা ফাইবারের একদিকে শরীরের তাপ বের করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর একদিকে রয়েছে বাইরের তাপ শরীরের মধ্যে প্রবেশ করানাের উপায়। এই পােশাক শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণই | করে না, এটি সূর্যের রশ্মি থেকে বিদ্যুৎ | তৈরি করতেও সক্ষম।
পদক রহস্য
লুস্থুলু কাণ্ড। রাধিকাপুরের থানার দারােগাবাবু সতীনাথ চক্কোত্তির বাড়িতে দিন দুপুরে চুরি। খােদ দারােগাবাবুর শােয়ার ঘরে চোরের প্রবেশ ঘটেছে। থানার পরিমণ্ডলের মধ্যে পুলিস কর্মচারীদের থাকবার কোয়ার্টার। স্বাভাবিকভাবে সুরক্ষিত বন্দোবস্ত। এহেন অবস্থায় কী করে চোর বড়বাবুর ঘরে ঢুকে আলমারি থেকে তার অতি প্রিয় পদকগুলি আত্মসাৎ করে পগারপার হল তা বােঝা বাঘা বাঘা গােয়েন্দাদের পক্ষেও অসম্ভব।
এই মৃত্যুর জন্য দায়ী কে?
স্বপ্ন দেখতেন ভেদাভেদহীন সমাজের। পিছিয়ে পড়া | আদিবাসীদের কণ্ঠস্বর ছিলেন তিনি। থিওলজি ও 'সােশিওলজি নিয়ে পড়াশােনা করে ১১ বছর সােশ্যাল ইনস্টিটিউট অব বেঙ্গালুরুতে ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। সেই সময়ই আদিবাসীদের জীবনযাত্রা, সংস্কৃতি সম্বন্ধে আগ্রহী হন। সব দেখে বুঝলেন আদিবাসীদের প্রতি বঞ্চনা, শােষণের যন্ত্ৰণী। একসময় শিখে ফেলেছেন হাে ভাষা। তারপরের তিন দশক দিন-রাত গুজরান আদিবাসীদের জন্যই।
কোভিড় সঙ্কট! হােমিওপ্যাথিতে প্রতিরােধ
প্রিম কোর্টের রায় অনুযায়ী করােনায় হােমিওপ্যাথি ব্যবহার | করা যায় প্রিভেনটিভ অ্যান্ড প্রােফাইল্যাকটিক হিসেবে। অর্থাৎ রােগ প্রতিরােধে হােমিওপ্যাথি ব্যবহার করা যায়। এছাড়া কোভিড়-এর মতাে রােগলক্ষণের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে হােমিওপ্যাথি। এমনকী প্রচলিত চিকিৎসা পদ্ধতির সঙ্গেও সমান্তরালে চলতে পারে হােমিওপ্যাথি চিকিৎসা।
আম খেয়ে সুস্থ থাকুন
গপ্রমের অন্যতম ফল রসরাজ আমের অতুলনীয় স্বর্গীয় স্বাদ-গন্ধ-রং-রস ও রূপের আকর্ষণে আহ্লাদিত শিশু থেকে বৃদ্ধ আপামর জনতা। পৃথিবীর বিভিন্ন দেশেও ভারতীয় আমের চাহিদা অত্যন্ত বেশি। পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন, মায়ানমার, বাংলাদেশ, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশেই আমের চাষ হয়ে থাকলেও এর আদি জন্মস্থান ভারত।
প্র ল য়
দ্বৈতবনে ধর্মসভা বসেছে। অর্জুনকে পাশে নিয়ে সভা উজ্জ্বল করে বসে আছেন শ্রীকৃষ্ণ। সভার মধ্যমণি তিনিই। সভা পরিচালক। ধর্মরাজ যুধিষ্ঠির। সভার প্রাণস্বরূপ হয়ে আছেন মহর্ষি মার্কণ্ডেয়। রাজা যুধিষ্ঠির মার্কণ্ডেয়কে পৃথিবীর সৃষ্টি ও ধংসলীলার রূপ বর্ণনা করতে অনুরােধ করলেন।
ইরানের প্রেসিডেন্ট খামেনির পুতুল!
অবশেষে প্রেসিডেন্ট, পার্লামেন্ট, বিচার বিভাগ ইরানের এই তিন অংশই রক্ষণশীলদের পুরাে কৰ্জায়!
নিশানায় অবিচল দীপিকা কুমারী
গা ছটা কিছুটা দূরে। তাতে ঝুলতে থাকা আমের ঝাঁকের | উচ্চতা তার নাগালের বাইরে। কিন্তু সুস্বাদু সেই ফলকে তালুবন্দি করতে মরিয়া ছােট্ট মেয়েটি। সে সপাটে ঢিল ছুঁড়ছে আমের দিকে। দু-একবার ব্যর্থ চেষ্টার পরেও হাল ছাড়েনি। অবশেষে লক্ষ্যপূরণ! টপ করে একটি আম খসে পড়ল মাটিতে। আসলে কোনও কিছুকে টার্গেট করলে, তার নাগাল না পাওয়া পর্যন্ত যে ছাড়ার পাত্রী নন দীপিকা কুমারী!
জমল না
নেটফ্লিক্সে মুক্তি পেল বহু প্রতিক্ষিত সিরিজ ‘রে। সত্যজিৎ রায়ের চারটি গল্প অবলম্বনে দেখানাে হয়েছে চারটি ভিন্ন ছবি। প্রতিটি গল্পের পরিচালক আলাদা। ওটিটি প্ল্যাটফর্মের এই ছবিকে ঘিরে নেটিজেনদের মধ্যে দীর্ঘদিন ধরেই উন্মাদনার সঞ্চার হয়েছিল। যদিও ট্রেলার দেখার পর দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিলেন দর্শকরা। অনেকেই জোরগলায় ছবি ভালাে হবেই তা বলতে পারেননি। বহু ক্ষেত্রে আবার দর্শক ট্রেলারের মাথামুণ্ডুই বুঝতে পারেননি।
রিনার চিঠি পড়ে কেঁদে ফেলেছিলাম : আমির
দে খতে দেখতে পার হয়ে গেল কুড়িটা বছর। আজও সিনেমাপ্রেমীদের মনে জীবন্ত হয়ে আছে আশুতােষ গােয়াড়িকর পরিচালিত কালজয়ী ছবি ‘লগান। ছবিটি ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় নতুন এক ইতিহাস রচনা করেছিল। ‘ভুবন’, ‘লাখা’,‘গুরান’, ‘গােলি’ সহ ছবির অন্য চরিত্রগুলি আজও মানুষের স্মৃতিতে তাজা হয়ে রয়েছে। এই ছবির মাধ্যমে প্রযােজক রূপে আমির খানের অভিষেক হয়েছিল। সম্প্রতি এক আলাপচারিতায় বলিউড সুপারস্টার আমির খান শােনালেন ‘লগান’-এর নানান গল্প।
অঘটনের ইউরাে
বিশ্ব ফুটবল আঙিনায় অতীতে একাধিক অঘটনের সাক্ষী | থেকেছেন অনুরাগীরা। অধিকাংশ ক্ষেত্রেই সেটা ছিল দল কেন্দ্রিক। যার মধ্যে অবশ্যই উল্লেখযােগ্য ২০০৪ সালে গ্রিসের ইউরাে জয়। টুর্নামেন্টে দুরন্ত ছন্দে থাকা লুইস ফিগাের পর্তুগালকে হারিয়ে অঘটন ঘটিয়েছিলেন চ্যারিস্টিয়াসরা। একইসঙ্গে ২০১৬ সালের ইউরাের
অক্সিজেন সঙ্কটে প্রােনিং-এর উপকারিতা
ফু সফুসের মাধ্যমে বাতাসের অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করে এবং বর্জ গ্যাস হিসেবে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। ফুসফুস অনেকটা স্পঞ্জের মতাে নরম। ফলে হাপরের মতাে সঙ্কুচিত এবং প্রসারিত হতে পারে। তবে আমরা যদি চিৎ হয়ে শুই তাহলে ফুসফুসের ঠিক পিছনের শক্ত মাংসপেশি এবং হাড়ের জন্য ফুসফুসের পিছনদিকে থাকা বায়ুথলিগুলি ঠিকমতাে খুলতে পারে না, ফলে এই অংশে অক্সিজেনও পৌঁছতে পারে না। যখন ফুসফুসের কোনও রােগ থাকে না তখন এভাবে শুয়ে থাকলে আমাদের খুব একটা সমস্যা হয় না। তবে যখন ফুসফুসে জীবাণু সংক্রমণ হয় (নিউমােনিয়া) তখন ফুসফুসের একটা অংশ যান্ত্রিক লিভারের মতাে শক্ত হয়ে যায়। ফলে হাপরের মতাে ফুলে কাজ করতে পারে না। তখন ফুসফুসের বাকি অংশের ওপর চাপ পড়ে যায়। চিৎ হয়ে শুলে ফুসফুস এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে।